ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি ঃ
উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার স্মরনে শিক্ষার বিকাশ, সংস্কৃতি সংরক্ষণ, মুন্ডা ভাষা ও মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ১১’তম বাংলাদেশ মুন্ডা ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষা সম্মেলন হয়। বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে উপজেলার সুলতানপুর এলাকায় সম্মেলন অনষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সম্পাদক জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, মেয়র হাবিবুর রহমান হাবিব, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরিপাল চন্দ্র পাহান ও কার্তিক পাহান।