ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হেরোইনসহ জাকারিয়া হোসাইন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার এস.আই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাঁচবিবি থানাধীন আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের বাসিন্দা পলাতক আসামী মোঃ জুলহাস উদ্দিন জুলুর বাড়ীর পূর্ব পার্শ্বের বারান্দা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫(পাঁচ) পুড়িয়া বাদামী রংয়ের হেরোইন, যাহার ওজন ৫(পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ২৫ হাজার টাকাসহ পিয়ারা গ্রামের বাসিন্দা সারাপ ওরফে সাহার উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী জাকারিয়া হোসাইনকে হাতেনাতে গ্রেফতার করেন।
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাকারিয়ার বিরুদ্ধে একটি মাদক মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।