ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ওয়াটার সাপ্লায় সিস্টেম ইন পাঁচবিবি পৌরসভা (ডিস্ট্রিবিউশন পাইপড) কাজ এর উদ্বোধন। আজ রবিবার বিকেল ৩টায় পাঁচবিবি-কামদিয়া সড়কের ডিগ্রী কলেজ গেট সংলগ্ন সাপ্লায় লাইনের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায়, সহকারি প্রকৌশলী মারুফ আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাঁচবিবির উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন, ঠিকাদারী প্রতিষ্ঠান জিলানী ট্রেডার্স, ঢাকার স্বত্তায়ধিকারী শাহ আলম মোল্লা রিপন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক মোশাইদ আল-আমিন সাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় জানান, ৭কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৫০ কিলোমিটার পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন করা হবে। পাইপ লাইন স্থাপনের কাজ ৯ মাসে সমাপ্ত করা হবে। সমাপ্ত হলে ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা পাবে। মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লায় এন্ড সেনিটেশন প্রজেক্ট এর আওতায় পাঁচবিবি পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের বাস্তবায়নে প্রকল্পটির কাজ হচ্ছে।