বিশ্ব ব্যপী করোনা ভাইরাসের মহামারীতে ঘর বন্দী মানুষের জন্য ইতিমধ্যেই পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগ সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে নানানভাবে সহযোগিতার হাত বাড়িয়ে জনগণের কল্যাণে কাজ করে চলেছে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগ। তাঁরই ধারাবাহিকতায় এবার নিয়ে এলো পথচারীদের জন্য ইফতার সামগ্রী।পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শিপন মোল্লা জানান, বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত শনিবার বিকালে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করি। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শিপন মোল্লা ও পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সজীব, সাধারণ সম্পাদক আল-আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম মাসুদ,সাংগঠনিক সম্পাদক রেদোয়ান ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।