ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলোহের জের ধরে তারিফন(৩০) এক গৃহবধু ননদ ও ছোট ভাইয়ের বৌ (জা) এর বাঁশের প্রহারে মারাত্বক ভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালের বেডে কাতরাচ্ছে বলে প্রত্যক্ষ করা গেছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী গ্রামের লালচাঁন আলীর স্ত্রী তারিফনের পাওনা ২৫টাকা চাওয়াকে কেন্দ্র করে তার মেঝ জা হাসিনার নিকট চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনার ননদ মিরো বেগম(৫০) দু’জনে একত্র হয়ে তারিফনকে বেধরক বাঁশের লাঠি দিয়ে পিটাতে থাকে এবং শ্বাশুড়ী কেসবানু (৬০)নীরবভাবে এ দৃশ্য দাড়িয়ে থেকে প্রত্যক্ষ করলেও তাদের বাঁধা প্রদাণ করে না। তারিফুনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কর্তব্যরত ডাঃ মেহফুজ রহমানের যোগাযোগ করা তিনি বলেন, রোগীর অবস্থা মোটামোটি ভাল। তবে রোগীকে কিছু গুপ্ত আঘাত করায় তারিফুনের গুপ্ত অংগ দিয়ে রক্ত বের হচ্ছে এবং দীর্ঘমেয়াদে চিকিৎসা করলে রোগী সম্পুর্ণ সুস্থ হয়ে যাবে বরে তিনি জানান। এ রিপোর্ট পর্যন্ত ঘটনাটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছিলো।