খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
বর্তমানে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হল মাদরাসা শিক্ষা ব্যবস্থা। এজন্য মাদরাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলার পাকেরহাট ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশে অত্র মাদরাসার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আতোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হক।

সমাবেশে আরো বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মুহম্মদ রিয়াজুল ইসলাম, সভাপতি মোঃ আফজালুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল হক, গভর্নিং বডির সদস্য হামিদুল হক, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, অভিভাবক সদস্য উমেদ আলী মাস্টার ও বিলকিস খাতুনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *