মো: নাজমুল হুদা মানিক ॥
পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৪ আগষ্ট সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব গোলাম ফেরদৌস জিল্লু। অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শুক্লা রানী বন্দ। এ সময় ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আব্দুল মান্নান, মোমেনশাহী এতিমখানার তত্বাবদায়ক, ৬ষ্ঠ শ্রেনী শিক্ষক কানিজ ফাতেমা, ৭ম শ্রেনী শিক্ষক মো: ইমরান চৌধুরী সহ শতাদিক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু বলেন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্যের কোটায় বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর পুরাতন ভবনটি ভেঙ্গে আগামী ২ বছরের মধ্যে ৬ তলা ভবন নির্মাণ করা হবে। বিদ্যালয়ে নতুন ভবনটি নির্মান হলে আরো অনেক বেশি ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে। শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের কড়া নজর রাখতে হবে। তিনি বলেন, মোবাইলে যেমন সুফলতা রয়েছে, তেমনি কুফলতাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *