এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)। জানা গেছে, ২ মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এ সময় বডার গার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হবে।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *