লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ট্রাক চাপায় মিনার হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বাউরা বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মিনার হোসেন(৩০) পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
নিহত মিনার হোসেন একজন ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শনিবার বিকেলে মিনার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে বাউরা বাজার আসার পথে অপর দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কার মোটরসাইকেল সহ সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট ঘটনাস্থলে মৃত্যু হয়।
বাউরা বাজারের ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, নিহত মিনার হোসেন একজন ট্রাক চালক ছিলেন। পাশাপাশি বাউরার রেলস্টেশন মোড়ে তাদের একটি চায়ের দোকান রয়েছে।
এ বিষয় হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।