রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
পারিবারিক শত্রুতার জেরে এক গরু ব্যবসায়ী কে মারপিট করে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।গত কাল বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের উত্তর জোয়ানেরচর গ্রামে ওই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের স্বীকার শরিফ উদ্দিন(৫৫) বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
আহতরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।গুরুতর আহত হওয়ায় একজনকে ময়মনসিংহে রেফার্ড করা হয়েছে।
ওই ঘটনায় আহত রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সহিজল ইসলাম সাংবাদিকদের জানান,তার সাথে একই গ্রামের আকলিমা খাতুনের বিয়ে হয় গত কয়েক বছর আগে। সম্প্রতি স্বামী স্ত্রী ঝগড়া হলে রাগ করে আকলিমা বাবার বাড়িতে চলে যায়।
শনিবার তার মামা শরিফুল ইসলাম পাশ্ববর্তী গ্রামে গরু কিনেতে যাওয়ার সময় ওই ঘটনার জেরে আকলিমার বড় ভাই আমির হোসেন(৩০),আতোয়ার রহমান(২৮) আনিছ(২৫),আরিফ(২২) সহ নুর ইসলাম(৫০) ও মা বেগম(৫০) শরিফ উদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট শুরু করে এবং গরু কেনার ৩ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে ভাগিনা সহিজল ইসলাম,আইভানু নেছা(৫০) ও আশা ভানু(৩০) এগিয়ে আসলে তাদেরও মারপিট করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সহিজল ইসলাম আরও বলেন,আমার সাথে আমার স্ত্রী সামান্য কথা-কাটাকাটি হয়েছে।অথচ সেই ঘটনায় আমার মামাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে স্থানীয়রা আমাদের উদ্ধার না করলে হয়ত মেরেই ফেলত।এঘটনার ন্যায্য বিচারও দাবি করেন তিনি।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শফিউল ইসলাম সাজিদ বলেন মারপিটের স্বীকার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনকে ময়মনসিংহ রেফার্ড করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারা শঙ্কা মুক্ত বলেও জানান তিনি।
দেওয়ানগঞ্জ থানার ওসি এন এম মাইনুল ইসলাম আজ শুক্রবার বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়ট তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।