রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে ১৫ই জানুয়ারী পিঠা উৎসব ও পৌষ মেলা, গণিত মেলা, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন পতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এটি পিকেএসএফের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় ঠাকুরগাও জেলা ব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কর্মসূচী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, ইএসডিওর কর্মসূচী সংগঠক খোকন দাস, সিনিয়ার কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, জোনাল ম্যানেজার আইয়ুব আলী প্রমুখ। প্রতিযোগিতা শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।