রাণীশংকৈল,( ঠাকুরগাও) সংবাদাদাতা ঃ
পিতা-মাতার মনে বড় আশা ছিলো ফুট,ফুটে চাঁেদর মত কমলমতি দ্বিতীয় শিশু পুত্র ফজলে রাব্বী (৪) কে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফজলে রাব্বী জন্মের ৬মাস পূর্বেই সড়ক দূঘটনায় তার পিতা নেকমরদ ভবনান্দপুর গ্রামের আল-আমিন(২৫) মারা যায়। ভেঙ্গে না পড়ে শক্ত হাতে সংসারের হাল ধরেন অসহায় রাব্বী’র মা-শাহিনা বেগম(২৪) কিন্তু নিয়তি বড়ই নিষ্টুর তাই শিশু পুত্র রাব্বী আক্রান্ত হন জন্ম গত হৃদ রোগে মা শাহিনা বেগম সহায় সম্বলহীন হয়ে চিকিৎসা করেন রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ- আল মামুন,এবং ডাক্তার রনজিৎ এর নিকট। পপুলার হাসপাতালে পরীক্ষা নিরিক্ষাই ধরা পড়ে হৃদ রোগ । তারা জানিয়েছেন রাব্বী’র ওপেন হার্ড সার্জারী করতে হবে ঢাকায় এর জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন । গরীব অসহায় বিধবা শাহিনা বেগমের পক্ষে হার্ট সার্জারী করা কোন মতেই সম্ভব নই । শিশু পুত্রকে বাঁচাতে সমাজের বিত্তবান,হৃদয়বান ও জন-প্রতিনিধি সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমুহকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন। হিসবা নং ১০০০০৬০২৮,সোনালী ব্যাংক লিমিটেড নেকমরদ শাখা ঠাকুরগাও। প্রয়োজনে বিকাশ এজেন্ট নং ০১৭৭০৭০১১৭৭।