নিজস্ব প্রতিনিধি :পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান (মালেক ) এর পক্ষ থেকে মোটরসাইকেল রেন্ট-এ-কার চালক এর মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সদর ইউএনও, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র এবং জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট আমিনুল কবির। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় পৌর ভবন এলাকায় ১২০ মোটরসাইকেল রেন্ট-এ-কার চালকের মাঝে চাউল ১০ কেজি ,পিঁয়াজ ২ কেজি,সোয়াবিন তৈল ১ লিটার ,মুসড়ি ডাইল ২ কেজি ,আলু ৩ কেজি বিতরন করেন । পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান (মালেক ) বলেন আমাদের কার্যক্রম চলমান থাকবে পৌর এলাকায় কোন কর্মজীবী ও অসহায় মানুষ না খেয়ে থাকবে না।পর্যায়ক্রমে পৌর এলাকার সকল কর্মজীবী ও অসহায় মানুষের ঘরে উপহারসামগ্রী আমরা পৌছে দেব।