প্রতিনিধি পীরগঞ্জ (রংপুর)ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম রুবেল। কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম রুবেল পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক। শিক্ষকতার পাশাপশি ঠিকাদার হিসেবেও বেশ সুনাম রয়েছে রংপুর জেলায়। তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যহত রেখেছেন। অসহায় মানুষের খোঁজ পেলে তিনি তাৎক্ষনিক ভাবে সাংবাদিক বা ছাত্রদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করছেন।