পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ÷÷
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জে সংসদ নির্বাচনে সতন্র প্রার্থী হিসেবে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তাকিয়া চৌধুরী । তিনি শানেরহাট ইউনিয়নের রাউতপাড়া গ্রামের সম্ভ্রান্ত মরহুম মাহবুবার রহমান (লাল চৌধুরীর )কনিষ্ঠ কন্যা ।ব্যক্তিগত জীবনে প্রতিরক্ষা মন্তনালয়ের মহা হিসাব রক্ষক দপ্তরের ডি এফ সি পদে সুনামের সহিত চাকরি করে অবসর গ্রহণ করেন ।আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর পীরগঞ্জ ৬ আসন থেকে সতন্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলার ১৫ ইউনিয়নে এবং একটি পৌরসভায় মতবিনিময় ও গনসংযোগে শুরু করেছেন । গতকাল ১৫ জুলাই শনিবার তার গ্রামে কয়েক শত নারী পুরুষ নিয়ে মতবিনিময় সভা করে আজ ১৬ জুলাই রোববার প্রায় অর্ধশতাধিক মটরসাইকেল শোভাযাত্রা সহকারে শানের হাট বাজার ‘ বড় দরগা ‘গুর্জিপাড়া বাজার চাতাল বাজার ‘ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভীমশহর ‘ ভেন্ডাবাড়ী হাট’ চৈত্রকোল ইউনিয়নের ঝাড়ামবাড়ী ‘কলোনি বাজার ‘ মদনখালি ইউনিয়নের তিন মাথারমোড় ‘ কাদিরাবাদ বাজার ‘খালাশপীর হাটে বঙ্গবন্ধু চত্তর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ‘কুমেদপুর বাজার সহ একাধিক স্হানে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন । তিনি বলেন আমি পীরগঞ্জের স্হানীয় বাসিন্দা ।আমি আপনাদের দোয়ায় সংসদ সদস্য নির্বাচিত হলে স্হানীয় বেকার যুবক যুবতীদের কে কর্মমুখী করতে চেষ্টা সহ বিগত দিনের অবহেলিত উপজেলার গনমানুষের আশা আখাংকা পূরণে প্রানপন চেষ্টা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *