সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাও প্রতিনিধি::
জেলার পীরগঞ্জে জতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৮ জুলাই (মঙ্গলবার) সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইসমত আরা, পীরগঞ্জ প্রসক্লাবের সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ও সাংবাদিক বুলবুল আহম্মেদ, সবুজ আহম্মেদ, আমিনুর রহমান হৃদয় প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জুলাই ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। এছাড়া সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালন করে ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।