রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমী বনাম পীরগঞ্জে রামদেবপুর স্কুলের মধ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রামদেবপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন সাবেক এমপি ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন, পরিবার পরিকল্পনার বিভাগে উপ-পরিচালক তারিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ক্রিড়া অফিসার আবু মহিউদ্দীন, কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান গৌতম চন্দ্র রায় ও প্রেসক্লাব সাধারন সম্পাদক জয়নাল আবেদীন বাবুল। খেলায় ট্রাইব্রেকারে রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ক্লাব ৪-৩ গোলে পীরগঞ্জের রামদেবপুর স্কুলকে পরাজিত করে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।