শুভ শর্মা, পীরগঞ্জ ঠাকুরগাঁও::
“উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর , সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্ধোধন। ০৬-১১-২০১৭ ইং সোমবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী প্রথম করদাতা বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী’র কর গ্রহণ করে এ মেলার শুভ উদ্ধোধন ঘোষনা করেন।
পরে উপকর কমিশন কার্যালয় সার্কেল-২২ পীরগঞ্জ এর আয়োজনে হায়দার আলী মার্কেটে অতিরিক্ত সহকারী কর কমিশনার আয়ুব আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, পৌর মেয়র কশিরুল আলম, জেলা আয়কর আইনজীবি অ্যাড.মহসীন আলী ভুইয়া, অ্যাড. নাসিরুল হক, জেলা পরিষদ সদস্য আসির উদ্দীন, করপরিদর্শক পবিত্র কুমার মজুমদার, ইরানুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন, সুলতান সরকার, মো:এমদাদুল হক গোলাম রসুল প্রমুখ। সার্কেল-২২ অঞ্চলের পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরের ২হাজার ২শত জন কর দাতা প্রায় চার কোটি টাকা কর প্রদান করেছেন বলে মেলায় জানানো হয়েছে।