আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলা সদর উপজেলার গুরুত্বপূর্ণ যাত্রাপুর হাট অবশেষে সিসিটিভি লাগানো হয়েছে।।পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশনায় ওসি সদর থানার প্রচেষ্টায় সদর থানাধীন ৪০০ দোকান সমৃদ্ধ ঐতিহ্যবাহী যাত্রাপুর বাজারের পুরোটা সিসিটিভি কাভারেজের আওতায় আনা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে ৩,৮০০০০ টাকা ব্যয়ে এটা সম্ভব হয়েছে। বিকেলে যাত্রাপুর হাটে আনুষ্ঠানিক ভাবে সিসিটিভি ক্যামেরা চালু করা হয।। ইউনিযন আওযামীলীগের সভাপতি সাখাওযাত হোসেনের সভপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন , কয়দিন আগে চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে এসে যাত্রাপুর বাজারে দাঁড়িয়ে জানতে চাইলাম,বাজারে নাইটগার্ড কতজন ? শুনে অবাক হলাম সত্যিই একজনও বাজারে নাইটগার্ড নেই ।।তখনি ওসি সদর কে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেযা হয। আজ বাস্তবে নিজেকে খুশি লাগছে । উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আলোচনা করেন ইউপি চেযারম্যান আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর , অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ওসি সদর মাহফুজ রহমান প্রমূখ। সিসিটিভি উদ্বোধন করে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসিটিভির আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন