স্টাফ রিপোর্টারঃ
অবশেষে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় এক মানসিক প্রতিবন্ধী গৃহবধু ফিরে পেল তার স্বজনকে। জানাগেছে গত শনিবার উপজেলার তিলাই ইউনিয়নের ভাষানী মোড় থেকে ঐ মানসিক প্রতিবন্ধী গৃহবধু হারিয়ে যায়। তার আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোজ করেও তার সন্ধান পায়নি বলে তার স্বামী জানান। এদিকে পাগলারহাট মানসিক ভারসাম্যহীন ঐ গৃহবধুকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ভুরুঙ্গামারী থানায় অবহিত করলে পুলিশ তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে এনে পরিচয় সনাক্ত করতে না পেয়ে তার পরিচয় উদঘাটনে সহযোগীতা কামনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও থানার নামীয় ফেসবুকে ছবিসহ প্রকাশ করে। তাদের ফেসবুকে ঐ মানসিক প্রতিবন্ধী গৃহবধুর ছবি দেখে অনেকে তার স্বামীকে জানানোর পর থানায় এসে তাকে ফিরিয়ে নিয়ে যান এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্ইজ মতিয়াজ কবির থানার যোগদানের পর থেকে ইতিপুর্বেও অনেক মানসিক প্রতিবন্ধীদের উদ্ধার করে এনে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করেছেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান কুড়িগ্রাম জেলায় যোগদানের পর থেকে পুলিশের এমন জনবান্ধব কাজে পুলিশের সক্রিয় ভুমিকা রাখায় ইতিমধ্যে কুড়িগ্রাম জেলায় পুলিশ প্রশাসনের সুনাম বৃদ্ধি পেয়েছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন