এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলায় পুলিশ কর্মকর্তা মোঃ কাইয়ুম আলীর উদ্যোগে ৫৫০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বর্তমানে পঞ্চগড় সদর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত।
শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে পুলিশ কর্মকর্তা কাইয়ুম আলীর নিজ বাড়িতে দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন রানা, আলোকঝাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, ইউপি সদস্য আশরাফুল আলম, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে পুলিশ কর্মকর্তা কাইয়ুম আলী বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবানরা এগিয়ে আসলে এই শীতে গরীব ও দুস্থ মানুষের কষ্ট কমবে।