সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী কামাল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৬ অক্টোবর দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক ভাবে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময়, স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী কামাল হোসেন এর সাথে তাঁর সমর্থনকারী প্রবিন মুরব্বি আকবর আলী, কামল হোসেনের পিতা আব্তুন নুর, গোড়াডুম্বুর গ্রামের আলী নুর, পিটাপই গ্রামের আশরাফুজ জামান জুয়েল, মাহমদপুর গ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরী, ছালমান মিয়া, ধরতপী গ্রামে নান্টু সুত্রধর, শৈলেন সুত্রধর, দিলমান হোসেন, ছায়েম আহমদ চৌধুরী, সিব্বির আহমদ চৌধুরী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা থেকে আগত সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ বিড়াজ করছে। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।##