মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়েছে।

শুক্রবারে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ ১৮ হাজার টাকা ও ৬ বান টিন প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা , পোরশা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ দোস্তদার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ জানান, মাননীয় খাদ্যমন্ত্রীর প্রচেষ্টায় নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে ও পোরশা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রাথমিক অবস্থায় আমি ১৮হাজার টাকা ও ৬বান টিন পেয়েছি। যা দিয়ে আবার নতুন করে তৈরি হবে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে যাওয়া মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের মেরামতের কাজ।

এসময় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *