কবি -আরিফ সরওয়ার্দী
দিন চলে যাবে
মাস ফুরিয়ে মাস আসবে
বছরের পর বছর কেটে যাবে
আমার আর ঘরে ফিরা হবে না।
একসাথে চলতে চাওয়া
আজন্ম পাপ আমার।
কোনদিন ও আর বনিবনা হবে না।
যে পাখি ইচ্ছা করে খাচা ভাঙ্গে
তার ডানায় অনেক জোড় থাকে
আমি না হয় হব রাস্তার পাশে
বসে থাকা ক্লান্ত পথিক।
শুধুই আকাশ পানে তাকিয়ে দেখবো ডানা ঝাপটানো বিহঙ।
পৃথিবীর সমস্ত দোষের বোঝা টেনে নিব আমৃত্তো সময় কাল।
খাচা ভাঙ্গা পাখি পোষার
মন্ত্র নেই জানা
তাই সমস্ত রোদ্দুরের হাসি তোমাকে দিয়ে ইতি টানলাম খাচায় পোষার স্মৃতির পাতা।।