লালমনিরহাট প্রতিনিধি।
গত ১৩ ও ২২ মে/ ২০২০ ইং তারিখ বাংলা নিউজ, লালমনি প্রতিদিন অনলাইন পত্রিকায় মানবিক সহায়তায় প্রভাবশালীর নাম বাতিলের দাবীতে ছিন্নমুলদের বিক্ষোভ শিরোনামে যে খবরটি প্রকাশ হয়েছে তা আমার দৃষ্টি গোছর হয়েছে। প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে ছিন্নমুলদের নাম বাদ দিয়ে প্রভাবশালীদের নাম অন্র্Íভুক্ত করা হয়েছে। যাহা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এখানে সারপুকুর ইউপি চেয়ারম্যান জনাব, আজিজুল ইসলাম প্রধান ৭নং ইউপি সদস্য জনাব কিনা মামুদকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহাতে আমাকে ও ইউপি সদস্যকে সমাজে হেয় প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে। উল্লেখ যে, গত ১৩ মে/ ২০২০ইং তারিখে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে সন্তোষ নামের এক ব্যাক্তি মিথ্যা অভিযোগ দায়ের করেছিল। আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে চেয়ারম্যান আরো বলেন, অভিযোগকারী সন্তোষ পিতা-রজনী কান্ত অত্র ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় ( ফেয়ার প্রাইজ ) কার্ডধারি যাহার কার্ড নং-১১৪১। সে পুনরায় মানবিক সহায়তা উপকার ভোগী হিসেবে নিজের নাম অন্র্Íভুক্ত করতে গেলে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কিনা মামুদ বাধা প্রধান করেন। এতে ওই সন্তোষ কুমার ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। যাহার কোন ভিত্তি নাই। আমি উক্ত অভিযোগ ও প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এব্যাপারে সারপুকুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি জনাব আব্দুল জলিল সরকার সাংবাদিকদের বলেন, কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরকারি নিয়ম অনুযায়ী ত্রান সামগ্রীসহ সরকারের সকল সহায়তা সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। একটি মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং বর্তমান সরকারের ভাব মুর্তি ক্ষুন্ন করতে এহেন মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।