মারুফ সরকার ,বিশেষ প্রতিনিধি :
বছর শেষে নতুন গান নিয়ে আসলেন সংগীতশিল্পী মাহফুজা মম। ‘আনারকলি’ শিরোনামের গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে এলেন এ গায়িকা। বৃহস্প্রতিবার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ মিজান এর কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকাত আলী ইমন। গানচিত্রটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক সৈকত নাসির। ভিডিও প্রকাশ উপলক্ষে সাউন্ডটেকের কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এ সময় উপস্থিত ছিলেন গানটির সংগীত পরিচালক শওকাত আলী ইমন, জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী,কন্ঠশিল্পী মিলন ও সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মম। তিনি বলেন, দারুণ কথা ও সুরের একটি গান। এরইমধ্যে যারা দেখেছেন ও শুনেছেন সবাই প্রশংসা করেছেন। আমি বিশ্বাস করি দর্শক- শ্রোতাদের গান ও মিউজিক ভিডিওটি ভালো লাগবে।
মাহফুজা মম নিজের সঙ্গীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাকির ফসল, স্বপ্ন, দাও ভালবাসা, মন বুঝিস না তুই, ইচ্ছে ইত্যাদি। এসব গানের পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি। অডিও, প্লেব্যাক, স্টেজ শো এর বাইরে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত মিউজিক্যাল শো করেছেন স্টেজ মাতানো এই সঙ্গীত তারকা।