ফজিলা খাতুন।
শ্যামল ঘাসের মাঠে নীল আকাশ
শহরের শুষ্ক বাতাস স্বপ্ন হয়ে পাস।
কোনো বেদনার আঘাত নেই প্রকৃতির কাছে
সবুজ হাওয়ায় আমার মন সুখে পারে থাকে।
তারা পাখি গান করে আকাশে উড়ে
ফুল খুশি সোনালী প্রকৃতি উজ্জ্বল করে।
জলের লক্ষ্য আমার চোখ আর লাল সাজা
শ্যামল প্রকৃতির সম্পর্ক বড় আলাপা।
শহরের ঘোরে একটা দোকানে বসে
আমি শ্যামল প্রকৃতির মাঝে হাঁটি।
সুখের আলোর ছায়ায় মন ভরে উঠে
আমার চোখে তার সৌন্দর্য নতুন ছবি।
সবুজ শ্যামল প্রকৃতির নিয়ে আমার কবিতা
শ্যামল বৃষ্টি কাঁদে হৃদয় তার মিষ্টি স্মৃতি।
শ্যামল বনে ঘুরে ফিরে হাঁটে সুখে ভরা
শ্যামল প্রকৃতির সৌন্দর্য নয়ন ভুলা যায় কখনোই না।