ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের পাঁচমাথা এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পাঁচমাথা এলাকায় এসে সমাবেত হন।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হেসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কুমার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ, মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসানসহ আরো অনেকে।