এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে তাল গাছের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।
শুক্রবার (১৬ জুলাই) বিকালে উপজেলার আরাজী জাহাঙ্গীরপুর, নেউলা ও জমিদারনগর আশ্রয়ণ প্রকল্পে এসব চারা রোপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সুবিধাভোগীগণ।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বজ্রপাত কমাতে তাল গাছের এসব চারা রোপণ করা হয়েছে। এতে তারা বিভিন্নভাবে উপকৃত হবে। তিনি আরো বলেন,
পর্যায়ক্রমে সারা উপজেলার সমস্ত আশ্রয়ণ প্রকল্পে তালগাছের চারা রোপণ করা হবে।