লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানকে দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র দৃষ্টি আকর্ষণ করতে ‘মনোনয়ন মঞ্চ’ নামে ব্যাতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় আওয়ামিলীগ।
বুধবার সন্ধ্যায় মনোনয়ন মঞ্চ এর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদল।
সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ‘আওয়ামী পরিবার’ ব্যানারে ওই মঞ্চ অনুষ্ঠিত হয়।
মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব-এঁর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ডা. আহসান হাবিব, সদস্য আমিনুল ইসলাম খানসহ স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকাল থেকেও চলছে ওই ‘মনোনয়ন মঞ্চ’ এর অনুষ্ঠান। ওই মঞ্চ থেকে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান এঁর নেতৃত্বে সকালে একটি শান্তি মিছিল হয়। পরে আলোচনা সভায়
বক্তব্য দেন জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে দিনভর চলবে ওই মনোনয়ন মঞ্চের নানা অনুষ্ঠান।