ঝালকাঠী প্রতিনিধিঃ
কোভিড ১৯ প্রতিরোধে সাধারন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর সৌজন্যে ঝালকাঠিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বুধবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এম.পি।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদর মোঃ শাহ্ আলম এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু, মাহাবুব হোসেনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে শেখ হাসিসা সরকারের কঠোর ভুমিকার কারনেই আজ এ দেশের মানুষ গনমৃত্যু থেকে রক্ষা পেয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের দেয়া সকল বিধিনিষেধ মেনে চললে আগামীতে করোনার ৩য় ঢেউ থেকেও আমরা মুক্তিনপাবো।

ঝালকাঠি জেলায় ১৪ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *