কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:
কাউনিয়া উপজেলা যুব লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর আগমন উপলক্ষে এক স্বাগত মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত মিছিলটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ হিমেলের নেতৃত্বে কাউনিয়া বাস স্টান্ড বালিকা বিদ্যালয় মোড় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর কে রোড বাস স্টান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমশের আলী,টেপা মধুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,যুবলীগ নেতা ইউসুফ আলী রাঙ্গা, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, সাবেক কাউনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান আরমান, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাইদুল ইসলাম, জনি সরকার প্রমুখ। দীর্ঘ দিন পর রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনে স্বাগত জানানো হয়।