mail.google

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারকে অপহরনের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাজীপুর সকল উচ্চ বিদ্যালয়ের তিনটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বুধবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় কানিহাটি উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একযোগে এক কর্মসূচি পালন করে প্রতিবাদ জানানো হয়। হাজীপুর মানববন্ধনে কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দীন আহমদ ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির চৌধুরী এবং নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া আহমদের নেতৃত্বে মানববন্ধন পালন করা হয়। তিনটি মানববন্ধন কর্মসূচিতে তিন সহ¯্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বক্তারা শিক্ষকের অপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীকে নিন্দা করেন দ্রুত বিচারে আওতায় এনে আইনি ভাবে তাদের শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *