স্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টি নাগেশ্বরী উপজেলা শাখার যুগ্ম আহব্বাক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও
নাগেশ্বরীর বেরুবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ও অসুস্থ জনিত কারণে রংপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তিনি জাতীয় পার্টি নাগেশ্বরী উপজেলা শাখার যুগ্ম আহব্বাক ও উপজেলার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সকলের মাঝে সমাদৃত ছিলেন। আব্দুল আউয়ালের অসুস্থতার সুযোগ নিয়ে একটি কুচক্রীমহল ০১৭৪৩৯২১৭৪৫ এ নাম্বারটি ব্যবহার করে তার চিকিৎসার ব্যয়ভার নির্বাহের জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। এরকম একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় এতে তার এবং তার পরিবারের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে খবরটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আব্দুল আউয়ালের ছোট ভাই রাজু আহমেদ। সে সাথে তিনি আব্দুল আউয়ালের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *