মোঃ আশতাব হোসেন
অমরত্বের সনদধারী মরে না কখনো
প্রস্থান করে তার পচনশীল দেহ
কবরের ঘাস তরতরে হয় চুষে খেয়ে,
যুগযুগ বহুযুগ বহন করে তারই কৃতিত্ব
ইতিহাসের সোনালি অধ্যায় নিরলস।
মানুষের সেবক হয়ে বেঁচে থাকে মানব মগজে
প্রজন্মের কাছেও রেখে যায় মানবতার দলিল,
পোকায় খায় না, জলে ডুবে হয় না নিরাকার
অক্ষয় অক্ষরের সাজানো উদাম ঘরে।
লুট করে নিতে পারে না ভালোবাসার অর্জন
দেশের প্রতি ধুলিকণা ঘোষণা করে তারই পক্ষে
যুগের সৃষ্টি মৃদু, পাগলা, উত্তাপ, শীতল বাতাসে,
বাতাস নিয়ে যায় কৃতিত্বের সনদ অপর পৃষ্ঠায়।
ড. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস উজ্জ্বল ফলক
সাধারণ বসনে আবৃত্ত এক জ্বলজ্বল হীরকখণ্ড,
দিবে আলো সকল প্রাণে প্রাণে প্রান্ত থেকে প্রান্তে
মরণেও যার হাত হবেনা সংকুচিত সেবা দানে,
চলবে লাগামহীন মানবতার ঘোড়া ঠিকানা বিহীন।