লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে লালমনিরহাট শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ১০নারীসহ ১৩জন পরীক্ষার্থী আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে এক নারী ৬মাসের অন্তস্বত্তা এবং এক নারীর দেড় মাসের সন্তান রয়েছে।
আটকরা হলেন, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী জেলার হাতীবান্ধার পশ্চিম বেজগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আশিক সিদ্দিকী (২৫), চার্চ অব গড উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী লালমনিরহাট শহরের আদর্শ পাড়ার তরনী কান্ত রায়ের মেয়ে তুলি রানী রায় (২৯), গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী হাতীবান্ধা জাউরানী গ্রামের কমলেশ্বর চন্দ্রের ছেলে পুরন্জন (৩০), ফাকল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী আদিতমারীর সরল খা গ্রামের তাপস কুমারের স্ত্রী তৃপ্তি রানী (২৬), একই কেন্দ্রের পরীক্ষার্থী কালীগঞ্জের বৈরাতী গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী রাফিয়া সুলতানা (২৪), নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী হাতীবান্ধার পূর্ব সারোডুবি গ্রামের সামিউল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩০), টেকনিক্যাল স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী হাতীবান্ধার শেখ সুন্দর গ্রামের মৃত সাবাস মন্ডলের মেয়ে সাহেরা খাতুন (৩০), লালমনিরহাট সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী কালীগঞ্জের রুদ্রেশ্বর গ্রামের মজিবুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন (৩০), একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী আদিতমারীর গোবর্ধন গ্রামের মশিউর রহমানের স্ত্রী মাহবুবা রায়হানা (২৯), একই কেন্দ্রের পরীক্ষার্থী হাতীবান্ধার উত্তর জাউরানী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী লাভলী খাতুন (৩০), একই কেন্দ্রের পরীক্ষার্থী পাটগ্রামের মহিমপাড়া গ্রামের রইসুল ইসলামের স্ত্রী আফরিন আক্তার (২৭), একই কেন্দ্রের পরীক্ষার্থী আদিতমারীর নামুড়ি গ্রামের তাবিব হোসেনের স্ত্রী সোহাগি খাতুন (৩০) এবং বর্ডার গার্ড কেন্দ্রের পরীক্ষার্থী হাতীবান্ধার জাউরানী গ্রামের শামীম আহমেদের স্ত্রী নাজমুন্নাহার বেগম।
জানা গেছে, আটক চাকরি প্রত্যাশি পরীক্ষার্থীরা বিশেষ কায়দায় কানের ভেতরে লুকিয়ে রাখা ইলেক্ট্রনিক ডিভাইস এর সাহায্যে মাইক্রোফোনে কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের উত্তর জেনে খাতায় লিখতো। এসময় কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে কানের ভেতরে লুকিয়ে রাখা ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী জানান, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে আটক পরীক্ষার্থীদের নামে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, আটকদের বিরুদ্ধে জেলা অফিস থেকে অভিযোগ দিলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *