খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষায় এবছর দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও ব্যক্তির নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
ইউএনও রাশিদা আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল্যাহ আল-আমিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে কিরণ বালা রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে আসাদুজ্জামান সরকার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে গোলসেনা আক্তার বানু নির্বাচিত হয়েছে।
এছাড়াও শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু মোত্তালেব আলম শ্রেষ্ঠ এসএমসি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ চন্দ্র শর্মা, শ্রেষ্ঠ কাব শিক্ষক মোঃ নুরুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী) নুরে আলম সিদ্দিকি এবং ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে চাকিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়৷