এম এ খালেক খান :

পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের ২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারী বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দুবলিয়া এলাকার কৃতি সন্তান, দুবলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পাবনা রোটারি ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি ও মাহাতাব রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক আলহাজ্ব অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ্বাস। মাহতাব বিশ্বাস বলেন আমি আমার বাবার নামে হাজী জসীমউদ্দীন ডিগ্রী কলেজ ও মায়ের নামে ফজিলাতুননেছা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করে আনন্দিত হয়েছি। তিনি আরো বলেন এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ শিক্ষা-দীক্ষায অগ্রসর হতে পারছে জেনে আমি গর্ববোধ করি। তিনি নবীন শিক্ষার্থীদের এ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তার পক্ষ থেকে অভিনন্দন জানান। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করে দেশ ও দশের সেবা করবে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। তিনি আরো বলেন, আজকে যারা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো, তোমরা সবাই বিজয়ী হবেনা, যারা বিজিত হবে তারা দুঃখ না পেয়ে সবাই কে সহযোগিতার মনোভাব পোষণ করবে। তিনি বলেন খেলাধুলা করলে মনের পরিতৃপ্তির পাশাপাশি সুস্থ সবল থাকা সম্ভব।তিনি আরো বলেন যারা বিজয়ী হয়েছো তারা আগামীতে আরো ভালো করার চেষ্টা করবে, আর যারা বিজিত হয়েছো তারা বিজয়ী হরার চেষ্টা করবে। মাহাতাব বিশ্বাস আরো বলেন ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের সহযোগিতার সুযোগ রয়েছে। অনুষ্ঠানের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন দুবলিয়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন  বিশ্বাসের অবদান অবিস্মরণীয়। তিনি বলেন এই এলাকার মানুষের মধ্যে শিক্ষায় আলোকিত করার একমাত্র ব্যক্তি হলেন আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি আরো বলেন মাহাতাব বিশ্বাসের অবদানে এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এজন্য আমরা তাকে শিক্ষা উন্নয়নের কিংবদন্তির নায়ক ও আলোকিত মানুষ হিসাবে স্মরণ করি। সিদ্দিকুর রহমান খান এলাকায় মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ সহ বিদ্যালয়টির সংস্কারের করবেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন। তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতার চারটি গ্রুপে ২৪টি খেলায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ও ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু। তিনি সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সকল শিক্ষকগন পরস্পর সহযোগিতার মাধ্যমে সারাদিন ব্যাপী খেলাধুলা পরিচালনা করায় প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অভিভাবক সদস্য মোঃ শামসুর রহমান ও মোছাঃ হালিমা খাতুন বক্তব্য দেন। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান আলী সরকার, ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রত্না রানী অধিকারী, মোঃ রফিকুল ইসলাম, আবেদা সুলতানা ও আরাফাত রহমান প্রমুখ। কারিগরি শাখায় ইভেন্ট পরিচালনা করেন শিক্ষক আকামত আলী, মোঃ শাহীন আলম, আঃ মতিন, শিখা রানী ও ফজলুল হক বিশ্বাস প্রমুখ।  অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নূরুল আলম খান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও টিএমএসএসের ইন্টারন্যাল ইন্টেলিজেন্স প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম, সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, আমন্ত্রিত অতিথি,গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বহু দর্শক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *