হারুন অর রশিদ ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মধুখালী উপজেলায় বাড়িতে গাঁজার গাছ চাষ করার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, উপজেলার সিধলাজুড়ি গ্রামের যতীন্দ্রনাথ রায়ের ছেলে জয়দেব কুমার রায় (৬০) ও একই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রাম প্রসাদ বিশ্বাস (২৮)।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানায়, বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার সিধলাজুড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।