মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয় পেতে চলেছে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ আক্তার প্যানেল। শুক্রবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়ে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
ফেসুবকে ছড়ানো খবর অনুযায়ী, সভাপতি পদে ইতোমধ্যে ২২০ ভোট পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে নিপুণ পেয়েছেন ২৭০ ভোট, মাত্র ৯৫ ভোট পেয়েছেন জায়েদ খান।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৬৫ জন। এবার ভোটের আগেই কাঞ্চন-নিপুণদের জয়ের ব্যাপারে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। শুক্রবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলে ভোটগ্রহণ।