উচহ্লা মারমা প্রতিবেদন
বান্দরবান জেলা।
“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৪/৭/২০২০ইং তারিখে বান্দরবান জেলাধীন লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু: মংক্য লাং মার্মা এবং ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ সাদ্দাম হোসেইন নির্দেশনায় ও ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সহ_সভাপতি মোঃ জাহেদুল ইসলাম এবং সাধারণ_সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সৌরভ নেতৃত্বে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ পরিবারের পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।। এই সময় ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের এই মহান কাজ দেখে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ_সম্পাদক মোঃ ওমর ফারুক এবং ফাইতং ইউনিয়ন যুবলীগের #সভাপতি বাবু: থোয়াই সানু মার্মা ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ পরিবারকে শুভেচ্ছা জানিয়ে সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।।