উচহ্লা মারমা,বান্দরবান বুরো প্রধান
বান্দরবান জেলা অন্যতম লামা উপজেলা ফাইতং ইউনিয়নের চলাচল রাস্তা নিয়ে বিভিন্ন অঞ্চলে মানুষের অভিযোগের যেন শেষ নেই। তেমনি একটি রাস্তার বেহাল অবস্থা বানিয়ার ছড়া শেষ সিমান্ত থেকে ফাইতং বাজার পর্যন্ত রাস্তা বেহাল দশা । এই রাস্তাটি দিয়ে বানিয়ার ছড়া, ফাইতং ,লামা মানুষের চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
নয়াপাড়া প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে ফাইতং বাজার রাস্তাটি যেন প্রায় ধান ক্ষেতের উপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে মানুষ কোন যানবাহন ত দুরের কথা হেটে পার হওয়া দুষ্কর। একজন অসুস্থ অথবা বৃদ্ধ মানুষ এই রাস্তাটি দিয়ে নিয়ে যাওয়ার কোন পন্থা নেই।
এলাকার সাধারণ মানুষ জানান, বর্ষাকাল আসার আগেই এই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী আর বর্ষায় যেন এক ছোট খালের অংশ দেখা যায়। এলাকাবাসীর মাঝে রাস্তাটি নিয়ে যেন ক্ষোভের শেষ নেই। অত্র এলাকার মেম্বার ও চেয়ারম্যানদের এই রাস্তাটির দিকে যেন সুদৃষ্টি দেয় তার জন্য আহবান যানানো হয় ।।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানান,,অত্র রাস্তার দিয়ে দৈনিক ইট ভাটায় মালিকদের ইট ভাটায় থেকেই এক একটি ইটের বহনে গাড়ি ১০/১৫ টনের ভারি গাড়ি চলাচল করতেছে।
তাই রাস্তায় টিকানো কোনো প্রশ্ন ওঠেনা বলে দাবি করেন তারা