নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মাদক বিরোধী অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৯৪ বোতল এস্কাফ সহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত ওই মাদক কারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর মৌজার মিয়াটারী গ্রামের মোঃ আবু তাহের বেপারীর ছেলে আবুবক্কর সিদ্দিক(৪২) ।
পুলিশ জানায়, ০৩(মার্চ) ভোরে এস,আই, ইয়াছিন আলীর নেতৃত্বে এ এস আই আনছার আলী সহ একটি মাদক উদ্ধার কারি টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিক এর বাড়িতে ধানের গোলায় তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৯৪ বোতল এস্কাফ উদ্ধার করে। এসময় ওই মাদক কারবারি আবু বক্কর সিদ্দিক কে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটককৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।