জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
২০০৫ সালের(১৭ আগষ্ট)জামাত বিএনপি জোট সরকারের শাসনামলে দেশের ৬৪টি জেলায় এক যোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ আগষ্ট) উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে,সকাল সাড়ে এগারোটায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে কাচারী মাঠের বট তলায় এসে শেষ করে। পরে উপজেলা যুবলীগের সভাপতি, আশরাফুল আলম বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন সাহেব ছাত্র নেতা ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ।