নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ড বিষয়ক বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর ২০২০) বিকালে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী মিঞা বাদশা এর সভাপতিত্বে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা হেল বাকী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল হক সাউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার বলেন, আমি আমি আওয়ামীলীগের রাজনীতি করি। জীবনের শেষ নিঃশ্বাস থাকা অব্দি এ রাজনীতিই করব। আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের আরো কর্মঠ হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *