কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গত এক বছরে ৬৮ লাখ টাকার গাঁজা-ফেনসিডিলসহ ১৩৯ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ১২৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত বেষ্টিত উপজেলা জুড়ে মাদক কারবারিরা বিভিন্ন কায়দায় মাদক পাচার করে আসছিল। সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গত ২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ২৮১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩৬৬ পিস ফেন্সিডিল, ৩ হাজার ৪৫৯ পিস ইয়াবা, ২৮ বোতল মদ, ১ হাজার ৪৬৩ পিস স্কাপ সিরাপ, ১১ গ্রাম হেরোইন ও ৯৯ পিস ট্যাপেন্টাডল জব্দ করে। এ সময় ১৩৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে ১২৬ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। তবে স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *