জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২২ এর আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ শত কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা গনসহ আর অনেকে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা সরকারকে অনেক ধন্যবাদ জানান