ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার বর্ধিত সভা, কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয় পোদ্দার মার্কেটে বাংলাদেশ কৃষক লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান লুলু সভাপতিত্বে বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ কৃষক লীগ কুড়িগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ডাক্তার মোঃ ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম সরকার স্বপন, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালসহ আরো অনেকে।
পরে হরিপদ প্রাসাদকে আহবায়ক ও লুৎফর রহমান লাভলুকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।