ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় বাই-সাইকেলের টায়ারের ভিতর গাঁজা ঢুকিয়ে পাচারের সময় এক ব্যক্তি আটক হয়েছে। আটক ওই ব্যক্তির নাম ইব্রাহীম আলী(৪০) ।
তিনি উপজেলার গজেরকুটি গ্রামের আবর উদ্দিনের পুত্র।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এ এস আই রাসেল উপজেলার জকুরটল এলাকা থেকে সাইকেল সহ ইব্রাহীমকে আটক করে। পরে তার সাইকেলের টায়ারের ভিতর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।