ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম বালাটারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪২) এর বসতবাড়ি সংলগ্ন বাশঝাড় হতে তার স্বীকারোক্তি মতে একটি বস্তায় মোট ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)রাজীব কুমার রায় , গ্রেফতারকৃত ওই মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।